শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিসহ ভারতীয় আধিপাত্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময় বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অপর একটি বিক্ষোভ মিছিল শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে বের হয়। মিছিল দুটি শহরের কান্দিপাড়া, টি, এ রোড, ফারুকী পার্ক সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমী, সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী, সমাজ কল্যান সম্পাদক মুফতী ইউসুফ ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া খান, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী জুনায়েদ কাসেমী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহা বিপ্লবী শরীফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।
এছাড়াও বক্তারা দ্রুত ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পরে শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ হয়েছে।
