শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে নিহত ১, আটক ৯

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৬০) জাবাখালি গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বাড়িতে যাতায়াতের ছোট্ট রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে সাইফুল, সেলিম, রেজাউল, ফারুক ও তাদের সহযোগীদের বিরোধ চলছিল। ঘটনাটি নিয়ে নিহত গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। প্রতিপক্ষরা মামলার নোটিশ হাতে পাওয়ার পর ক্ষুব্ধ হন। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা হামলা চালিয়ে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে গোলাম হোসেনকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী হত্যাকারীদের বাড়িঘর ঘিরে ফেলে।

ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। আটক করা হয়েছে ইমান আলী মোড়লের ছেলে সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর ছেলে রেজাউল (৫৫), তার স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী ও মা সফুরা বেগম, ফারুকের স্ত্রী জহুরাসহ মোট ৯ জনকে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ পিয়ারউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রড উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচ নারী ও চারজন পুরুষকে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।