মুন্সীগঞ্জ–৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন দৌড়ে দিদার
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২১:৩৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরিফুজ্জামান দিদার। তিনি দলটির মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–৩ আসন থেকে লড়বেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আরিফুজ্জামান দিদার। ঐ দিনই তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, জানে আলম, শফিকুল ইসলাম, মিরকাদিম পৌরসভার আহ্বায়ক মো. ইসমাইল হোসেন রাহাত, সদস্য সচিব কামাল হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার আহ্বায়ক মুনায়েম হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ প্রমুখ।
