চুয়াডাঙ্গায় দুই আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুই আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার সুমুদ্দিয়া গ্রামের আল-আমিন শেখের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দারুদ হোসেন (৫১), শহরের বাগানপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে রিদায় (২৮), জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত কুবাদ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫০) ও দর্শনা থানাধীন পৌর শহরের মোহাম্মদপুর এলাকার শফি মিস্ত্রীর ছেলে জাহিদুল ইসলাম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে পুলিশের পৃথক পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।