রংপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি চূড়ান্ত

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৪ অনুচ্ছেদের বিধান অনুসারে জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আগামী ১লা জানুয়ারি হতে ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রংপুর-১ ও রংপুর-২ নং আসনের মনোনয়ন বাছাই ১লা জানুয়ারি (বৃহস্পতিবার), রংপুর-৩ ও রংপুর-৪ নং আসনের মনোনয়ন বাছাই ২রা জানুয়ারি (শুক্রবার) এবং রংপুর-৫ ও রংপুর-৬ নং আসনের মনোনয়ন বাছাই ৩রা জানুয়ারি (শনিবার), ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের সময় আইন অনুযায়ী প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা প্রার্থী কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি (আইনজীবীসহ) উপস্থিত থাকতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারগণ প্রাপ্তি স্বীকার রশিদ ও বাছাইয়ের নোটিশে উল্লিখিত তারিখ, সময় ও স্থান নিশ্চিত করবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট আগামী ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের আলোকে রংপুরের জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে।

ঘোষিত আসনসমূহ হলো—রংপুর-১ (গংগাচড়া-সিটি কর্পোরেশন ওয়ার্ড ১-৯), রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ), রংপুর-৩ (রংপুর সদর-ক্যান্টনমেন্ট বোর্ড-সিটি কর্পোরেশন ওয়ার্ড ৯-৩৩), রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা), রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬ (পীরগঞ্জ)।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার)-এর নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রি.।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রি. থেকে ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ই জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১২ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রি. পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রি. এবং প্রতীক বরাদ্দ প্রদান করা হবে ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রি.।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটারদের সুবিধার্থে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে।