রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন উত্তোলন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু-র পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
রোববার বিকেল নগরীর কাচারী বাজার এলাকায় অবস্থিত জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বিএনপির প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন নির্বাচন পরিচালনা কমিটি, দলটির মহানগর ও জেলার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য এডভোকেট শফি কামাল, মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, মহানগর যুবদলের নেতা শহিদুল ইসলাম শহিদ, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, জাতীয়তাবাদী আইনফোরামের নেতা এডভোকেট কনা, এডভোকেট রনি, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, বিএনপি নেতা জাকির হোসেন পলাশ, সাবেক ছাত্রদল নেতা হারুন উর রশিদ সোহেল, সহ মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল বলেন, বিএনপির পক্ষ থেকে রংপুর সদর-৩ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও নির্বাচন পরিচালনা কমিটি আজ তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছে।
