শেরপুর-২ আসনের মনোনয়ন কিনলেন জামায়াতের প্রার্থী

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসন ১৪৩ এর মনোনয়ন কিনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মুহাম্মদ গোলাম কিবরিয়া (ভিপি)।

রোববার (২১ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর দপ্তর থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়ার সাথে গাজীপুর মহানগরের মজলিসে শুরা সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি ও নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ ফারদিন হাসান হাসিব; জেলা জামায়াতের সূরা সদস্য, নকলা উপজেলা জামায়াতের আমির ও নকলা উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, নকলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বি.এসসি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নালিতাবাড়ীর সভাপতি সামসুল আলম সওদাগরসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কর্তৃক সংশোধিত তফসিল মোতাবেক (নির্বাচন সময়সূচি অনুযায়ী), আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করাসহ প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।