মৌলভীবাজারে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুল খালেক (৫৩), মৌলভীবাজার সদর উপজেলার বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুল ইসলাম সোহাগ (৩৩), জুড়ী তৈয়বুচ্ছেছা খানম সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী আশরাফুল ইসলাম মারুফ (২২), কমলগঞ্জ পৌর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এখলাছ মিয়া (২৬) এবং বড়লেখা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদুর রহমান শাহেদ (৩৮)।