সিরাজগঞ্জে স্কুল মাঠে রোল মডেল ফেয়ার অনুষ্ঠিত
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২১:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী হাইস্কুল মাঠে রোল মডেল ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ‘হলে নারীর ক্ষমতায়ন, হবে দেশের উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে এ মডেল ফেয়ার অনুষ্ঠিত হয়।
জার্মান কর্পোরেশনের অর্থায়নে উত্তরন ও এফআইভিডব্লিউবি-এর উদ্যোগে রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় আয়োজিত এ ফেয়ারে শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মওলা।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করা যায়। শিক্ষা, অধিকার বিষয়ে সচেতনতা এবং আত্মনির্ভরশীলতার মধ্য দিয়েই নারীর ক্ষমতায়ন সম্ভব। এতে ন্যায়বিচার ও সততার পরিবেশ তৈরি হয়।
তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের জন্য শাক-সবজি উৎপাদনসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ করা হচ্ছে। এতে নারীরা অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার গোলা সরোয়ার, স্থানীয় ইউপির প্রশাসক সাইদী রহমান, উত্তরনের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাইদুর রহমান, এফআইভিডব্লিউবি’র প্রকল্প কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি সার্জন মিরাজ হোসেন মিসবা, ডা. আব্দুল মজিদ প্রমুখ।
