চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুই দিন ধরে চুয়াডাঙ্গায় সূর্যের দেখা না মিলায় জনজীবনে শীত অনুভূত হচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। শীতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষগুলো চরম ভোগান্তিতে দিন পার করছে।

সোমবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, দুই দিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মিলছে না। দিনের ও রাতের তাপমাত্রার ব্যবধান প্রায় কাছাকাছি থাকায় শীত অনুভূত হচ্ছে।

রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুর তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষগুলো। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম।