ভোলাহাট সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে চামুচা বিওপি এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।

বিজিবি জানিয়েছে, আটককৃতরা ভারতের বিভিন্ন এলাকায় কাজ শেষে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ফিরছিলেন।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পুনরায় তারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আটককৃতদের মধ্যে যশোর জেলার ১০ জন, খুলনা জেলার ১০ জন, সাতক্ষীরা জেলার ৪ জন, নড়াইল জেলার ১ জন, ঝালকাঠি জেলার ১ জন এবং নারায়ণগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

তারা হলেন— যশোর জেলার অভয়নগর থানা কাদির পাড়ার মাজেদ আলীর ছেলে মনির সরদার (৩০), তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০), তাদের সন্তান মো. হাসান (১), সুমাইয়া (৫), আলিমুন সরদার (২৫) জান্নাতুল আক্তার সাথী (২০), তাদের সন্তান মো. আরাফাত (২) ওই জেলারই কোতোয়ালি থানার চাওনিয়া গ্রামের মো. শের আলীর ছেলে মো. ইমরান (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), নিমতা গ্রামের আমির আলীর ছেলে মো. মুরাদ (২৭)। খুলনা জেলার ভোটাকাটা থারা গোয়ালঘাটা গ্রামের মৃত লতিফ শেখের ছেলে আজিজুল শেখ (৫০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও তাদের সন্তান ইয়াসিন শেখ (২৭), ওই জেলারই খালিশপুরের মৃত মান্দার শেখের ছেলে মো. তুহিন (৩৮), তার স্ত্রী রাবিয়া বিশ্বাস (৩২), তাদের সন্তান মো. রানা বিশ্বাস (১৭), জেয় বিশ্বাস (২০), ওই জেলারই ফুলতলা থানার বেজের ডাঙ্গা গ্রামের বেলাল তালুকদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), রারি পাড়ার শফিজ শেখের স্ত্রী আমেনা খাতুন (৩৭), ডুমুরিয়া থানার টুলনা গ্রামের মৃত মিয়া আলীর মেয়ে তহুরুন (৬০)। সাতক্ষীরা জেলার তালা থানার জিয়ালা নলতা গ্রামের মৃত বাবুর আলী বিশ্বাসের ছেলে আমির হোসেন (৪০), তার স্ত্রী রাবিয়া খাতুন (৩২), তাদের সন্তান সুমাইয়া (১০) ও হালিমা আক্তার (৩)।

এছাড়া আরও রয়েছেন নড়াইল সদর থানার আকদিয়া গ্রামের তুলাপ মোল্লার স্ত্রী হেলেনা খাতুন (৩৫), ঝালকাঠি জেলার নলসিটি থানার আমতলী গ্রামের মৃত শাহ আলম শিকদারের ছেলে জাকারিয়া সিকদার (২৭), নারায়ণগঞ্জের বন্দর থানার রুপালি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আলামিন (২০)।