৩ বছর কুরআন সাধনার পর ইসলাম গ্রহণ করলেন যুবক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

টানা তিন বছর ধরে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন পাঠ করে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এক যুবক নিজের ধর্ম পরিবর্তন করেছেন। প্রায় পাঁচ হাজারের বেশি লোক সমাগমে অনুষ্ঠিত এক মাহফিলের মঞ্চে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১টা দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা সদর এলাকা সংলগ্ন টাইপালং গ্রামে প্রয়াত ফজলুল করিমের ইছালে সাওয়াব উপলক্ষ্যে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এমন ঘটনার অবতারণা হয়।
‘অরুপ দে’ থেকে নাম পরিবর্তন করে মোহাম্মদ আরিয়ান রাখা ঐ যুবককে ধর্মীয় রীতি অনুযায়ী কালেমা পাঠ করান মাহফিলের বক্তা ও দেশের পরিচিত ইসলামি আলোচক শাহ্জাদা ফানাফিল্লাহ বিন আজাদ।
এসময় মাইকে ঘোষণা করে ফানাফিল্লাহ বিন আজাদ বলেন, ‘ইসলাম মানুষকে শান্তির পথপ্রদর্শন করে, যে যুবক স্বেচ্ছায় কালেমা পড়ে আজ মুসলিম হলেন মহান আল্লাহ রাব্বুলামীন তাকে কবুল করে নিন, আমিন।’
পেশায় পুলিশ সদস্য ধর্মান্তরিত সেই যুবক নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি তিন বছর ধরে পবিত্র কুরআন সাধনা করেছি, প্রতিটি শব্দ পড়েছি। ইসলামি জীবনদর্শন আমাকে উৎসাহিত করেছে, বাকিটা জীবন মহান আল্লাহর ইবাদত করে কাটাতে চাই। আমার পরিবারের এতে সম্মতি রয়েছে।’
নোটারি পাবলিকের মাধ্যমে খুব শীঘ্রই নিজের নতুন নামের এফিডেভিট সম্পন্ন করবেন বলে জানান তিনি।
স্থানীয় শিক্ষক আবুল ফজল বলেন, ‘মাহফিলে এসে আজকে সুন্দর একটি দৃশ্যের সাক্ষী হলাম, এমন ঘটনা সচরাচর হয় না।’
স্থানীয়ভাবে ‘শিশু ফকির’ নামে পরিচিত মাহফিলের আয়োজক আজিজুল হক বলেন ‘নিজের প্রয়াত পিতার স্মরণে প্রতিবছর আমি মাহফিল করে থাকি। পরম দয়ালু মহান আল্লাহ এবছরও আমাকে সেই তৌফিক দিয়েছেন। প্রতিবছরই অনেকেই এখানে ইসলাম গ্রহণ করেন, আমরা তাদের জন্য দোয়া করি।’
