পীরগঞ্জে মাছ চাষীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পীরগঞ্জে মাছ চাষীদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিভাগের রংপুর জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, সহকারী পরিচালক মাসমুন নাহার মায়া, পীরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আহমেদ ও রংপুর জেলা মৎস্য বিভাগের জরিপ কর্মকর্তা বুলবুল আহমেদ প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় গুলশা, পাবদা ও টেংরা মাছের সাথে কার্পের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক ও অনুশীলন প্রশিক্ষণ প্রদান করা হয়।