পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক, শিক্ষক, মানবাধিকারকর্মী, সাহিত্য-সংস্কৃতি কর্মী, পরিবেশবাদী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, রাজনীতিবিদ আতাউর রহমান পাতা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি এবং ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু।

প্রেসক্লাবের সহসম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহসম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম দিপু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ওহিদুজ্জামান মিন্টু এবং আকরাম রায়হান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ মরহুম শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ গুলি করে হত্যা করেছে। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে একটি গোষ্ঠী। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটি করেছে।

সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সাংবাদিকদের অফিসে হামলা করে, লুট করে ও আগুন দিয়ে তাদের দমানো যাবে না।

বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক সংগঠন ওই দিন দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা করার আগে তাদের সংগঠনের স্লোগান দিয়ে হামলা চালিয়েছে। বিষয়টি বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা হাদির মৃত্যুকে অন্য খাতে নেওয়ার জন্য হয়তো এ ধরনের কাজ করেছে।

এর আগেও দৈনিক আমার দেশ ও দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সেই ধারাবাহিকতায় আজ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। আগামীতে যেন আর কোনো পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর না করা হয়, সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।