তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বেগমগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও চৌমুহনী পৌরসভা এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্লোগান দেন।

নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। তার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি ঐতিহাসিক ও প্রেরণাদায়ক দিন।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল, উপজেলা বিএনপি, চৌমুহনী পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।