সাটুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুস্থ রোগীরা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সেবা পাচ্ছেন সাধারণ দুস্থ রোগীরা। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের দিঘলীয়া সূর্য সবুজ সংঘের মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়।

মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ব্রি. জেনা : ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.) বলেন, মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডক্স, গাইনি, চক্ষু, ডেন্টাল, নাক, কান, গলা, শিশু ও নবজাতক, চর্ম ও যৌনরোগের প্রায় অর্ধশতাধিক ডাক্তার রয়েছে আজ। ডাক্তাররা দিনব্যাপি দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসাপত্র দিচ্ছেন। পরে বিনামূল্যে ওষুধ ও ৪-৫টি পরীক্ষা সেবাও দেওয়া হচ্ছে। আজ আমরা আড়াই থেকে তিন হাজার রোগীকে সেবা দিতে পারব বলে আশাবাদী। এখানে যেসব জটিল রোগী পাওয়া যাচ্ছে তাদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা দেওয়া হবে।

ডা. জুলফিকার আহমেদ আমিন আরো বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুণর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত হচ্ছে। এ ফাউন্ডেশন মানিকগঞ্জে বিভিন্ন খাতে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে এই শীতে দুস্থ নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। যারা মানিকগঞ্জ শহরে এসে সেবা নিতে পারেন না। তাদেরকে কেন্দ্র করে আমরা গ্রাম পর্যায়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। ইতোমধ্যে আমরা সাটুরিয়া, দরগ্রাম ও মানিকগঞ্জ সদরের একাধিক স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন করেছি। এ সেবা আমাদের অব্যাহত থাকবে।