
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ-এর সহযোগিতায় চুয়াডাঙ্গা মুক্তমঞ্চে এ মেলা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দিন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পিকেএসএফ-এর মিউটেশন ম্যানেজার কফিল কুমার দাশ এবং ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান।
উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।