কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে রেলপথ অবরোধ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২১ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তন করে সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সৈয়দ এহসানুল হুদা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দলীয় মনোনয়নের ফরম হাতে নিজের একটি ছবি পোস্ট করে আলহামদুলিল্লাহ লিখলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এর প্রতিবাদে আগে ওই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা জেলার সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচর রেল স্টেশনে দীর্ঘক্ষণ আটকা পড়ে।
জাতীয় দল নামে একটি অনিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা গত ২২ ডিসেম্বর তার দল বিলুপ্ত করে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ বিষয়ে সৈয়দ এহসানুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ‘আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছি।’
এর আগে, গত ৪ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের প্রার্থী ঘোষণার সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে শেখ মুজিবুর রহমান ইকবালের সাথে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।
তবে তার সমর্থক বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুঠোফোনে জানান, নিকলী-বাজিতপুর এলাকার মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা। এর বাইরে কাউকেই মেনে নেয়া হবে না।
