তারেক রহমানের প্রত্যাবর্তন, ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশ থেকে ঢাকায় যাবে দশটি স্পেশাল ট্রেন। এর মধ্যে আজ রাতেই পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে একটি স্পেশাল ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক ছবি মন্ডল বলেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনি আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঈশ্বরদী রেলস্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঈশ্বরদী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতিমধ্যে অনেকে ঢাকায় পৌঁছে গেছেন। এছাড়া বাস এবং বিভিন্ন যানবাহনে করে অনেকেই ঢাকা যাবেন।

আনন্দমুখর পরিবেশে হাবিব ভাইয়ের পক্ষ থেকে একটি স্পেশাল ট্রেন আজ রাত ১১টা ৪০ মিনিটে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।