নকলার ২,৩৭৫ শীতার্ত পাচ্ছেন শীত নিবারণের কম্বল

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় চলতি শীতে অন্তত ২,৩৭৫টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১,৫৭৫টি এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত ৮০০টি কম্বল বিতরণ করা হচ্ছে।

এর অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সামনে সীমিত পরিসরে ১৫০টি শীতার্ত পরিবারের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউপি সদস্য ওবাইদুল হক, বাজু মিয়া ও হামিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ছালেহা আক্তার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও নকলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ ও শীতার্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম জানান, উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে প্রতিটিতে ১৫০টি করে মোট এক হাজার ৫০০টি কম্বল পৌঁছে দেওয়া হয়েছে।

এর মধ্যে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৮০টি করে মোট ৮০০টি এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত কম্বল থেকে ৭০টি করে মোট ৭০০টি বরাদ্দ দেওয়া হয়েছে।

বাকি কম্বলগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম অফিসের কাজ শেষে প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের হাতে বিতরণ করছেন। শীতের তীব্রতা বিবেচনায় বিকেল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন।

এছাড়া, বিভিন্ন ইউনিয়নের গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারের সদস্য, অসহায় দরিদ্র জনগোষ্ঠী, ছিন্নমূল নারী ও এতিমখানার শিশু শিক্ষার্থীদেরও মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কম্বল বিতরণ কার্যক্রমে ইউএনও মো. জাহাঙ্গীর আলমকে সহায়তা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, পিআইও মো. আনোয়ার হোসেন শামীম, উপসহকারী প্রকৌশলী নূর হোসেনসহ ইউএনও অফিসের অন্যান্য কর্মচারী, পুলিশ-আনসার সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ স্বেচ্ছাসেবকরা।