নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৪৪ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।
এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. মনির হোসাইন বাদী হয়ে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ধৃত ২ অস্ত্রধারীর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তাদের ওই দিন দুপুরে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগরস্থ বালুর মাঠে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
