ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

চাঁদপুরের পাঁচ আসন থেকে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে চাঁদপুরের ৫টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) থেকে ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) থেকে ৯ জন ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বুধবার দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে এ তথ্য পাওয়া যায়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই সময়ের মধ্যে আরোও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল থেকে প্রাপ্ত তথ্য মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনে চাঁদপুরে ৫টি সংসদীয় আসন রয়েছে। নির্বাচনের জন্য ১৩ ডিসেম্বর-২০২৫ থেকে শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ। আর ১৬ ডিসেম্বর থেকে সর্ব প্রথম চাঁদপুরে মনোনয়নপত্র সংগ্রহ হয়।

চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) চাঁদপুর-৩ (সদর হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মো. আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) এই সকল প্রার্থী জেলা প্রশাসক কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে চাঁদপুর-৫ আসন থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও প্রার্থীরা স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাঁদপুরে ৫টি আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দাক্ষিণ) ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) লায়ন হারুন অর রশিদ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) ইঞ্জিনিয়ার মমিনুল হক। সকল প্রার্থীই তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়েত ইসলামের কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি ২০২৬ তারিখ। পোস্টাল ব্যালট ও রেজিস্ট্রেশন নির্বাচন ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫। প্রবাসী ভোটারদের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে।