নারায়ণগঞ্জে কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এসময় কারখানায় কাজ করা অবস্থায় দুইজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজীর বাড়িতে গড়ে উঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজীর দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা মূল্যের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। যার গণনা চলমান রয়েছে। এ সময় কারখানার কর্মরত দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আব্দুল বারিক আরও জানান, জব্দকৃত নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প গণনা শেষে কারখানা মালিক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
