চবিতে চট্টগ্রাম জেলা রোভারের ১৯তম মুট সমাপ্ত
মহা তাবু জলসা ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫০ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী (২০-২৪ ডিসেম্বর) ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় এই আয়োজনের সমাপনী দিনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মহা তাবু জলসা ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এল.টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের উপ-কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর নজরুল ইসলাম ও বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের।
প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা যে বাসযোগ্য নগর চিন্তা করি, যেমন হেলদি সিটি বা গ্রিন সিটি-তা গড়তে রোভারদের ত্যাগ অবিস্মরণীয়। তারা ভয়কে জয় করে মানুষের কল্যাণে কাজ করে। রোভার স্কাউটদের সাথে সমন্বয় রেখে আমরা নগর সেবার মান আরও উন্নত করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, রোভার স্কাউট একটি সংগঠন নয়, এটি একটি পাঠশালা। এখান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে যোগ্য নাগরিক হতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়কে এই আয়োজনের অংশ করতে পারায় গর্ব প্রকাশ করেন এবং রোভারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, আমি রোভার স্কাউটদের ধন্যবাদ জানাচ্ছি। একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রোভার স্কাউটদের ভূমিকা অবিস্মরণীয়। আমি বাংলাদেশ রোভার স্কাউটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অধ্যাপক বোরহান উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোভার স্কাউট-এর কোষাধ্যক্ষ খালেদুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ও সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার ড. আনোয়ারুল ইসলাম, উপআঞ্চলিক কমিশনার প্রফেসর নজরুল ইসলাম খান। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মনির উদ্দিন, সালমা আক্তার পলাশ, চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জালাল।
এবারের মুটের মূল থিম ছিল, “দক্ষতার দীক্ষা নিয়ে, রোভার চলে নির্ভয়ে”। চট্টগ্রাম জেলার মোট ৭০টি কলেজের টিম এই মুটে অংশগ্রহণ করে। ৫ দিনব্যাপী এই ক্যাম্পে রোভার স্কাউটদের জন্য ১৫টি শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ বা ‘টার্গেট’ এবং বিশেষ কেন্দ্রীয় অনুষ্ঠান রাখা হয়েছিল।
মুটের টার্গেটসমূহের মধ্যে ছিল- সানরাইজ স্ট্রাইডস, ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন, এ্যাক্সপ্লোরারস ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার এন্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্রেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণঅভ্যুত্থান, ইনোভেটরস অ্যারিনা, স্ট্রং স্টেপস এবং হিউম্যানিটি মার্চ।
কেন্দ্রীয় অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল- কাউয়ালী, পুঁথিপাঠ, কবিগান ও গণজাগরণী সন্ধ্যা। উডব্যাজ রি-ইউনিয়ন ও লিডার’স নাইট। টপ অ্যাচিভার্স (পিআরএস, পিএস, শাপলা কাব), প্রাক্তন রোভার রি-ইউনিয়ন ও ভলান্টিয়ার’স নাইট।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর মুট চলাকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইদুজ্জামান ‘মিট দ্য রোভারস’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
