ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ | অনলাইন সংস্করণ

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের যাত্রী বলে জানা গেছে। তবে সংঘর্ষের পর লঞ্চ দুটি দ্রুত সরে যাওয়ায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে হরিনা এলাকায় চলাচলের সময় লঞ্চ দুটি একে অপরকে শনাক্ত করতে না পারায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও নৌপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।