মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার আসামি জমির আলী।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
