পদ্মার চরে আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর মাঝচরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাত পৌনে ১২টায় তাদের উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানায়, গত শুক্রবার দিনগত রাত আনুমানিক পৌনে ৮টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে মানিকগঞ্জ জেলার পাটুরিয়ার উদ্দেশ্যে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। যাত্রাপথে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় দিক হারিয়ে লঞ্চটি পদ্মা নদীর চরে আটকে পড়ে। পরবর্তীতে রাত সোয়া ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ বিষয়টি জানানো হলে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে ঘন কুয়াশার মধ্যেই উদ্ধার অভিযানে অংশ নেন। কৃত্রিম আলোর সহায়তায় লঞ্চটির অবস্থান শনাক্ত করে রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ট্রলারযোগে যাত্রীদের একে একে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত যাত্রীদের নিরাপদে দৌলতদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।