সিরাজগঞ্জের ছয় আসনে ভোটার বেড়েছে পৌনে ২ লাখ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনে ভোটার হয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। গত নির্বাচনের (২০২৪) ভোটার সংখ্যার চেয়ে এবার ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন ভোটার বেড়েছে।
জেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বর্তমান ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন ভোটার সংখ্যা রয়েছে। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। এবার সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-২ আসনে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে এ আসনে ভোটার কমেছে ৯ হাজার ৬৫৩ জন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এ আসনে ভোটার সংখ্যা তেমন বাড়েনি।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১৪ হাজার ৮৪৯ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ২৯ হাজার ৫৭৮ জন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বর্তমানে ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮২১ জন। গত নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪৩ হাজার ৪৪১ জন। এ আসনে ভোটার বেড়েছে ৩২ হাজার ৩৮০ জন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বর্তমান ভোটার ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন। গত নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ২৭ হাজার ৬৬০ জন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। গত নির্বাচনে এ মোট ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৩৭৯ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ২৯ হাজার ৮ জন।
এ জেলার ৬টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে গত ২ বছরে নতুন ভোটার সংখ্যা বেশি বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
