সীমান্তের অসহায়-দুঃস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | অনলাইন সংস্করণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সদর উপজেলার রেল স্টেশন ও বেনাপোল সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
শনিবার রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উদ্যোগে যশোর রেল স্টেশনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও ৪৯ বিজিবির সহকারী পরিচালক
সোহেল আল মুজাহিদ উপস্থিত ছিলেন। এসময় প্রায় ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
