ভোটের গাড়ি সুপার ক্যারাভান এখন মুন্সীগঞ্জে
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে ভোটের গাড়ি সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে অবস্থান করে এই ক্যারাভান।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যারাভান মুন্সীগঞ্জ সদরের শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে।
ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে। এই প্রচার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলমমুন্ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাসহ সাধারণ মানুষ।
জেলা প্রশাসক তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
সুপার ক্যারাভানটি ২৯ ডিসেম্বর গজারিয়া, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে।
