চট্টগ্রামে শাহ আমানত সেতু অবরোধ ইনকিলাব মঞ্চের
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:২৫ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর প্রবেশমুখ অবরোধ করে রেখেছেন নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দুই শতাধিক নেতাকর্মী নগরের বাকলিয়া এলাকায় সেতুর প্রবেশমুখে অবস্থান নেন। পরে সেখানে আরও লোকজন এসে জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা, হাদি হত্যার বিচারের দাবিতে লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
হাদি হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিরা গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, আন্দোলন চলাকালে উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে সীমিত আকারে কক্সবাজারের দিকে গাড়ি চলাচল করছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে সরানো গেছে।
অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।
তারা আরও বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।
এর আগে, শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
