মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক শিমুল

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৫ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।