টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ | অনলাইন সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
টেকনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম জানান, ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘরে ফোনের চার্জার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, হঠাৎ ক্যাম্পের ঘরগুলোর মধ্যে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি আমারও নেভানোর চেষ্টা চালাচ্ছি। কিন্তু এরই মধ্যে ২৫-৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নেভানো যায়নি।
ক্যাম্পের বাসিন্দা নুর আকম মো. আলম জানান, তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের অনেক তীব্রতা। কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
