চুয়াডাঙ্গার দুই আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি আসনের (চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ চারজন ফরম জমা দিয়েছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ আরও চারজন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির দুই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালেনে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি।
জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগণের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
