যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নুরুজ্জামান লিটন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ | অনলাইন সংস্করণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর পর আজকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের স্বপ্ন নিজের ভোট দিয়ে সরকার গঠন করবে তারই প্রক্রিয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ আমাদের নেতা তারেক রহমান এখন দেশে অবস্থান করছেন। মানুষ এখন উৎফুল্ল। বাংলাদেশের মানুষ এতদিন অভিভাবকহীন ছিল। তিনি আসাতে বাংলাদেশের মানুষ একজন অভিভাবক পেলো। আজকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি এটার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পাবে।
তার মতে, দেশ এখন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম চয়ন-সহ নেতাকর্মীরা।
এছাড়া যশোর-১ (শার্শা) আসন থেকে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওলানা আজিজুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকতিয়ার রহমান, স্বতন্ত্র ওসমান গনি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার, জাতীয় পাটি (জিএম কাদের) জাহাঙ্গীর আলম চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস নাজিম উদ্দিন ও জনতার দল আব্দুল মান্নান মিন্নু।
যশোর-১ আসনটি শার্শা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এ আসন থেকে নুরুজ্জামান লিটন বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
