চাঁপাইনবাবগঞ্জে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির ঢাকা দক্ষিণ মহানগরের আমির নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র দাখিল করেন। এরপর একই আসনে বেলা ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ও দলটির রাজশাহী মহানগর শাখার আমির ড. কেরামত আলী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার দুপুর পর্যন্ত আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
