চাঁদপুর-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২২:০৩ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী।

মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এর কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে দ্বীনি সংগঠনের ছদর আলহাজ্ব মোরশেদ আলম, ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি উপজেলা খোরশেদ আলম সর্দার, সেক্রেটারি এমদাদুল হক সুমন মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মাও. আব্দুল কুদ্দুস, সদস্য হাফেজ শাহজাহান মিয়াজী উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও. নূরে আলম সিদ্দিকী, পৌর সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সুজন, শ্রমিক আন্দোলনের উপজেলা সহ-সভাপতি ফয়সাল আহমেদ বাবু, সেক্রেটারী জামাল উদ্দিন আকতার'সহ উপজেলা ও পৌর ইসলামী আন্দোলন, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।