খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের শোক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:১০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বাংলাদেশ সরকারের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়। দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ শোক প্রকাশ করেন।

প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না বলেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রী এই বাংলাদেশে আর আসবে না। তিনি সব সময় দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে সারা দেশের মানুষ খালেদা জিয়াকে মনে রাখবে। আজ একজন আপোষহীন নক্ষত্রের বিদায় হলো। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।

আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হবে। মঙ্গলবার দুপুরে আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ব্রিফিংয়ে এ কথা জানান।