মৌলভীবাজারে প্রেমে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেপ্তার ৩

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণ মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ৯ম শ্রেণী ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল কমলগঞ্জ থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজারের কমলগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জোৎস্না বেগম (৩৭), তার ছেলে শাহান মিয়া (১৮) ও একই গ্রামের মৃত নজিব আলীর ছেলে মিজান মিয়া (২৩)।

র‌্যাব জানায়, ৯ম শ্রেণীর ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে মামলার আসামী শাহান মিয়া প্রেমের প্রস্তাব দিত। স্কুলছাত্রী তা প্রত্যাখান করায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়। এরই জেরে গত ১৭ ডিসেম্বর স্কুলছাত্রী তার নানার বাড়ি কমলগঞ্জ থানা এলাকায় বেড়াতে যায়।

নানার বাড়িতে থাকাকালে গত ২১ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে খুঁজে না পেলে ভিকটিমের মা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।