খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে বিএনপির দোয়া
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং রংপুর মহানগর যুবদল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর নগরীর গ্রান্ডহোটেলস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সবাই কালো ব্যাজ ধারণ করেন। এসময় নেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর মহানগর যুবদল। বাদ জোহর দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ মহানগর যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।
উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
