ঈশ্বরদীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ে বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিউল্লাহ।

অপরদিকে শহরের পোস্ট অফিস মোড়ে পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন আপোষহীন নেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়া এদেশের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী।

বক্তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, তিনি ছিলেন সম্মানিত রাজনৈতিক অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তিনি ছিলেন কঠিন ইস্পাতের ন্যায় মহানেত্রী। দেশের নানা সংকটে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি ছিলেন সারাদেশের মানুষের মাথার মুকুট। দেশ-মানুষের জন্য তিনি ছিলেন আদর্শবান রাজনৈতিক নেত্রী। তিনি দল-দেশ ও মাটি মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি নিজের জীবনের চেয়ে, এদেশের মাটি-মানুষকে আঁকড়ে ধরে ভালোবেসে গেছেন। তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ মাটি ও মানুষ আমার সবকিছু। আজ জীবন দিয়ে তিনি প্রমাণিত করেছেন তার কথাই সত্যি হয়েছে।