খালেদা জিয়ার মৃত্যু: চাঁদপুরে স্বাক্ষরসহ নানা কর্মসূচি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:৩২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই জেলা বিএনপি কার্যালয় এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকাহত ভারী আবহ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা নেই; আছে শুধুই স্মৃতিচারণ, দীর্ঘশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘকালীন অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি সরকারিভাবে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দলীয় নেতাকর্মীরা।
বেগম জিয়ার মৃত্যুর খবরের পর জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতারা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
দলীয় কার্যালয়সহ নানা স্থানে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা তাঁদের নেত্রীর জীবনী ও রাজনৈতিক অবদানের স্মৃতিচারণ করেন।
জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের নেত্রী একজন আপোষহীন, নির্ভীক রাজনীতিক ও দেশপ্রেমিক নেতা ছিলেন। তাঁর চলে যাওয়ায় দেশ একজন অভিভাবককে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হবে না।
