চুয়াডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:১২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দর্শনা রেলবাজারের মজিদ মার্কেটে বাবুর খেলনা দোকানের ভেতর থেকে আব্দুর রউফ ওরফে বাবু (৫০) নামের একজনকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক আব্দুর রউফ দর্শনা পৌরশহরের ইসলাম বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

পরবর্তীতে ডিবির একই টিম রাত সোয়া ৮টার দিকে দর্শনা থানার বেগমপুর গ্রামের ফুলতলা পাড়ায় অভিযান চালিয়ে বাবু প্রধানকে (৪২) তার নিজ বসতবাড়ির উঠান থেকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট। আটক বাবু প্রধান একই এলাকার মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।