পীরগঞ্জে জামায়াত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় আসন-২৪, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের সঙ্গে পীরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খায়রুল আলম বিএসসি।

পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

সর্বশেষে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিন তার বক্তব্যে বলেন, কোনো হিংসা-বিদ্বেষ নয়, পীরগঞ্জের উন্নয়নে আমাদের কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই, যাতে মতামত প্রদানের ক্ষেত্রে কেউ চাপের সম্মুখীন না হয়। তাই এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের আয়োজনে মত বিনিময় সভায় উপজেলার জামায়াত নেতৃবৃন্দসহ পীরগঞ্জের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।