সিরাজগঞ্জে নবজাতককে হত্যা, মাসহ স্বজনেরা পলাতক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:০৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাচড়া ভুতের দিয়ার গ্রামে নবজাতককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর মা জান্নাতুল ফেরদৌসসহ স্বজনেরা পলাতক রয়েছে। নবজাতকের মা ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, প্রায় ১ বছর আগে ওই উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করিম মণ্ডলের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। এ বিয়ের প্রায় ৬ মাস পর স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে অবস্থান করে জান্নাতুল।

একপর্যায়ে করিম দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের যোগসাজশে ২৭ অক্টোবর করিমকে অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ ওঠে।

এদিকে জান্নাতুলের গর্ভে করিমের সন্তান থাকলেও বিষয়টি গোপন রাখে তার পরিবার। মঙ্গলবার রাতে বাবার বাড়িতে সে একটি কন্যা সন্তান প্রসব করে এবং নবজাতককে গলা কেটে হত্যা করে লাশ বাড়ির বাথরুমে রাখা হয়।

বুধবার ভোরে ওই নবজাতকের লাশ মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে এ ঘটনা ফাঁস হয়ে যায়।

এ কারণে ওই নবজাতকের লাশ ফেলে রেখে পরিবারের লোকজন পালিয়ে যায়। এ নির্মম হত্যাকাণ্ডের পর ওই বাড়িতে প্রতিবেশী ও গ্রামের মানুষের ভিড় জমে ওঠে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নবজাতকের লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।