উখিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কোটবাজার স্টেশন চত্বরে এবং বিকেল আড়াইটায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাকে কেন্দ্র করে উভয় স্থানেই নেমে আসে জনস্রোত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজা স্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে— শোক ও ভালোবাসার মিলনমেলায়।
তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।
কোটবাজারে অনুষ্ঠিত জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাজাপালং এম ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল হক, উপজেলা জামায়াতের আমির মওলানা আবুল ফজল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা নুরুল হক এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক।
এছাড়াও এনসিপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
