রাজবাড়ীতে বই বিতরণ শুরু, হয়নি বই উৎসব
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাষ্ট্রীয় শোক পালনের কারণে রাজবাড়ীতে এ বছর আনুষ্ঠানিকভাবে বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই পৌঁছে দিতে সীমিত পরিসরে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য শ্রেণির পাঠ্যবই আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ শ্রেণির বই ইতোমধ্যে স্কুলগুলোতে পৌঁছালেও এখনো অষ্টম শ্রেণির পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়নি। বই পাওয়া মাত্রই সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, রাষ্ট্রীয় শোক চলমান থাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছর কোনো ধরনের উৎসব আয়োজন করা হয়নি। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে সীমিত পরিসরে বই বিতরণ কার্যক্রম চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর ১ জানুয়ারি সারাদেশে আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হলেও এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে ব্যতিক্রমী পরিস্থিতিতে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
