মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন প্রদান করেছে সরকার। গত (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রজ্ঞাপনের চিঠি হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের কৃতি সন্তান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসানের বিশেষ উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রকল্পটির অনুমোদন দ্রুততর হয়েছে।

জেলার এই বিশিষ্ট ব্যক্তিবর্গের ঐকান্তিক চেষ্টার ফলে মুন্সীগঞ্জবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হলো।

মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মুন্সীগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্ণিত মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এই আদেশটি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

সহকারী সচিব শাহ জালাল মালিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক এবং মুন্সীগঞ্জ সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ২০টি দপ্তরে প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের এই উদ্যোগে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।