দর্শনায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা শৈত্য প্রবাহে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এমন অবস্থায় চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) দর্শনা শাখা-এর উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা জেলার দর্শনা শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র হাতে তুলে দেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মঈদ।
শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। তারা বিজ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) চুয়াডাঙ্গা শাখা জোনের জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই মতিয়ার রহমান।
উপস্থিত ছিলেন সিনিয়র কমপ্লেনস অফিসার চুয়াডাঙ্গা জোন মো. আর জাহিদ, শিক্ষা সুপারভাইজার মো. আঃ হান্নান, সাব জোনাল ম্যানেজার চুয়াডাঙ্গা সাব-জোন মো. শামীম আজাদ, দর্শনা শাখা ব্যবস্থাপক মো. আলিনুর ইসলাম-সহ কর্মকর্তা-কর্মচারীরা।
শীতবস্ত্র বিতরণকালে আব্দুল্লাহ আল মঈদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত অসহায়, দরিদ্র ও দুস্থদের মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে এসে দাঁড়ানো। বিগত সপ্তাহে শৈত্যপ্রবাহের জন্য অসহায় মানুষ শীত কষ্টে মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তবানসহ সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবতাবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য।
