চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম চলছে
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মাধ্যমিক-প্রাথমিক-ইবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকের শতভাগ এবং মাধ্যমিকের আংশিক বই বিতরণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এনসিটিবি।
এবার হয়েছে ‘বই বিতরণ কর্মসূচি।’ এদিকে সারাদেশব্যাপী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে ৩ দিনের জাতীয় শোক দিবস পালনে ‘বই বিতরণ কর্মসূচি’টি অত্যন্ত সাদামাটাভাবে পালন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।
এদিকে চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভকেশনাল ও ইবতেদায়ী ৫শ’১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ হাজার ১৫৭টি সরকারি প্রাথমিক স্কুলে ও জেলার ৬১০ কিন্ডার গার্টেনে ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ৫৭ লাখ ৯০ হাজার কপি বইয়ের বরাদ্দ হয়েছে। এর মধ্যে প্রাথমিকের ১২ লাখ-এর উপরে বই রয়েছে। এসব বই আগেই স্ব স্ব স্কুলে প্রেরণ করা হয়েছে।
ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। তবে সব বই আসতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় গড়াতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। তথ্য মতে, জেলার ২৮৪টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ-৯ম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসছে। এসব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে মাধ্যমিক, ভকেশনাল ও ইবতেদায়ী স্তরের বই ৩৫ লাখ ৭২ হাজার ৭৩২ কপি এবং জেলার সকল প্রাথমিকের বই হল ১২ লাখ ১৭ হাজার ২৪৭ কপি। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্শন এর জন্য ১৩ হাজার ৩শ’ এবং ভকেশনাল ৬৭ হাজার কপি, ইবতেদায়ী ৫১ হাজার ১৪৬ কপি বইয়ের চাহিদা রয়েছে।
আজ ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই দিবস উপলক্ষ্যে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে। এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব শ্রেণীর পাঠ্যপুস্তক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
